Zilqad 1429 || November 2008

মুহাম্মাদ আমানুল্লাহ - ঢাকা

১৪৫৭. Question

আমাদের এলাকায় নিয়ম আছে যে, স্বামী-স্ত্রীর পক্ষ থেকে সদকায়ে ফিতর আদায় করে দেয়। স্ত্রী নিজে তার ফিতরা আদায় করে না। এতে কি স্ত্রীর সদকায়ে ফিতর আদায় হবে? অথচ তার আর্থিক অবস্থা এমন যে, তার উপর ছদকায়ে ফিতর ওয়াজিব হয়।

Answer

হ্যাঁ, স্বামী-স্ত্রীর ফিতরা আদায় করে দিলে তা আদায় হয়ে যাবে। অবশ্য ফিতরা আদায়ের পূর্বে স্ত্রীকে বলে নেওয়া ভালো।

-ফাতাওয়া খানিয়া ১/২২৮; আলবাহরুর রায়েক ২/২৫২; ফাতাওয়া বাযযাযিয়া ৪/১০৬; ফাতাওয়া তাতারখানিয়া ২/৪২৪

Read more Question/Answer of this issue