Zilqad 1429 || November 2008

মুহাম্মাদ ইলিয়াছ - ঢাকা

১৪৫৪. Question

জনৈক ব্যক্তি কোনো ওজর ছাড়া ইচ্ছা করে রমযানের একটি রোযা ভেঙ্গে ফেলে। এরপর সে উক্ত রোযার কাফফারা হিসাবে ষাটজন মিসকীনকে খানা খাওয়ায়। অথচ তার ষাট দিন রোযা রাখার সামর্থ্যও আছে। এমতাবস্থায় কি তার কাফফারা আদায় হবে?

Answer

রমযানের রোযার কাফফারার ক্ষেত্রে ধারাবাহিক ষাট দিন রোযা রাখার শক্তি থাকা অবস্থায় এর পরিবর্তে ষাট জন মিসকীনকে খানা খাওয়ালে কাফফারা আদায় হবে না। তাই প্রশ্নোক্ত ব্যক্তির কাফফারা আদায় হয়নি। তাকে ধারাবাহিক ষাট দিন রোযা রেখে কাফফারা আদায় করতে হবে। অবশ্য মিসকীনদের খানা খাওয়ানোও যেহেতু একটি ছওয়াবের কাজ তাই তিনি সে ছওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ।

-সহীহ মুসলিম ১/৩৫৪; ফাতাওয়া হিন্দিয়া ১/২১৫; মারাকিল ফালাহ ৩৬৬; আদ্দুররুল মুখতার ২/৪১২

Read more Question/Answer of this issue