Zilqad 1429 || November 2008

মুহাম্মাদ আবদুল হা্ই - ফেনী

১৪৫২. Question

আমাদের এলাকায় প্রচলন আছে যে, শীতকালে গাছিরা খেজুর গাছ ভাড়া নেয়। পুরো শীতে খেজুরের রস বিক্রি করে যে টাকা আয় হয় তা থেকে তারা মালিকদের ভাড়া পরিশোধ করে। প্রশ্ন হল, এ কারবারটি শরীয়তের দৃষ্টিতে সহীহ আছে কি না?

Answer

এভাবে গাছের ভাড়া দেওয়া-নেওয়া নাজায়েয। আপনাদের এলাকার ঐ কারবারটি শরীয়তসম্মত নয়।

উল্লেখ্য যে, কারবারটি বৈধ উপায়ে করতে চাইলে এভাবে করতে হবে যে, রসের জন্য গাছ কাটা, প্রত্যহ রস লাগানো নামানো ইত্যাদি শ্রমের কারণে গাছিকে একটা পারিশ্রমিক দিতে হবে। আর রস যা হবে সবই গাছের মালিকের। গাছি তা নিতে চাইলে মালিক থেকে কিনে নিবে।

-বাদায়েউস সানায়ে ৪/১৭; আলমুগনী ইবনে কুদামা ৫/৩১৯; রদ্দুল মুহতার ৪/৫৫৭

Read more Question/Answer of this issue