Zilqad 1429 || November 2008

মাওলানা হাবীবুর রহমান - বংশাল

১৪৫১. Question

কোনো ইমাম যদি নামাযান্তে সম্মিলিতভাবে সুর দিয়ে দরুদ পড়তে গিয়ে আল্লাহুম্মা এর জায়গায় টান দিয়ে বলে তাহলে আলিফে তাছনিয়া (দ্বিবচন) হয়ে দুই আল্লাহ (নাউযুবিল্লাহ) অর্থ হয়ে যায় কি না? আল্লাহুম্মা-এর তাহকীক জানাবেন।

Answer

আল্লাহুম্মা শব্দের শেষে যে, তাশদীদযুক্ত মীম রয়েছে তা সম্বোধনসূচক শব্দ। সুতরাং আল্লাহুম্মা এর অর্থ হে আল্লাহ। আল্লাহুম্মা এর শেষে টেনে পড়া ভুল। তবে শেষে টেনে পড়লেও সেটি তাছনিয়া (দ্বিবচন) হয়ে যায় না।

প্রসঙ্গত উল্লেখ্য যে, প্রচলিত পদ্ধতির মিলাদ শরীয়তসম্মত নয়। নামাযের পরপর সমস্বরে দরূদ পড়লে মাসবুক এবং অন্যান্য মুসল্লীদের নামাযে অসুবিধা হওয়াই স্বাভাবিক। তাই এ থেকে বিরত থাকা জরুরি।

Read more Question/Answer of this issue