Zilqad 1429 || November 2008

হাবীবা বিনতে আবদুস সামাদ - ৯৭/৮ পাটগুদাম, ব্রীজ মোড়, ময়মনসিংহ

১৪৫০. Question

যাকাতের জিনিস নিজের কাছে থাকা অবস্থায় সময়ের পূর্বেই যাকাত দিলে যাকাত আদায় হবে কি?

Answer

হাঁ, যাকাতের নেসাব পরিমাণ সম্পদ থাকলে বছর পূর্ণ হওয়ার আগেও যাকাত আদায় করে দেওয়া জায়েয।

-ফাতহুল কাদীর ২/১৫৪; বাদায়েউস সানায়ে ২/১৬৪; আলবাহরুর রায়েক ২/২২৪; আদ্দুররুল মুখতার ২/২৯৩

Read more Question/Answer of this issue