Zilqad 1429 || November 2008

হাবীবা বিনতে আবদুস সামাদ - ৯৭/৮ পাটগুদাম, ব্রীজ মোড় , ময়মনসিংহ

১৪৪৯. Question

আমি যাকাতের জিনিসগুলো বর্তমান বাজারদর হিসেবে হিসাব করে পুরোটাকে ৪০ ভাগ করি। ৪০ ভাগের ১ ভাগ মূল্য যাকাত দেই। আমার যাকাতের হিসাবটি কি ঠিক হয়েছে?

Answer

হাঁ, ঐ হিসাবে যাকাত দেওয়া ঠিক হয়েছে। যাকাতযোগ্য সম্পদের বর্তমান বাজার মূল্য হিসাব করাটাও সহীহ হয়েছে।

-বাদায়েউস সানায়ে ২/১১০; আলমাবসূত সারাখসী ২/১৯১; ফাতাওয়া হিন্দিয়া ৯/১০৯

Read more Question/Answer of this issue