Zilqad 1430 || November 2009

মুহাম্মাদ মামুন - মাদানী নগর, ঢাকা

১৭৭৭. Question

টিউব ওয়েলের ভিতর নাপাক পড়লে পানি নাপাক হবে কি? যদি হয় তাহলে তা পবিত্র করার নিয়ম কী?

Answer

টিউব ওয়েলের ভিতরে নাপাক পড়লে পাইপের সকল পানি নাপাক হয়ে যাবে। এক্ষেত্রে পবিত্র করার নিয়ম হল, দৃশ্যমান নাপাকি পড়লে প্রথমে তা বের করতে হবে। এরপর টিউব ওয়েলের উপর থেকে পুরো পাইপে কতটুকু পানি ছিল তা দুইজন অভিজ্ঞ ব্যক্তির মতামত নিয়ে অনুমান করে নিবে। এরপর সে পরিমাণ পানি বের করার পরই উক্ত টিউব ওয়েলের পানি পবিত্র হবে।

বাদায়েউস সানায়ে ১/২২৩; হিদায়া ১/৪১; তাবয়ীনুল হাকায়েক ১/২৭; ফাতহুল কাদীর ১/৮৬; শরহুল মুনইয়াহ পৃ. ১৫৬

Read more Question/Answer of this issue