মুসাম্মাৎ হাবীবা মাসরুরা - মিফতাহুল জান্নাত মহিলা মাদরাসা <br> গলগন্ডা, সদর, মোমেনশাহী
১৪৪৬. Question
একই সাথে যদি বালেগ পুরুষ-মহিলা ও নাবালেগ ছেলে-মেয়ের জানাযার নামায পড়া হয় তাহলে কোন দুআ পড়বে? জানালে উপকৃত হব।
Answer
একাধিক লাশ একত্র হয়ে গেলে প্রত্যেকের জন্য পৃথকভাবে জানাযা পড়া ভালো। আর যদি একত্রে পড়া হয় এবং লাশ বালেগ ও নাবালেগ উভয় ধরনের হয়ে থাকে তাহলে উভয় দুআই পড়া উচিত। অবশ্য সময় স্বল্পতার দরুণ শুধু বড়দের দুআ পড়ে নিলেও চলবে। আর বালেগ নারী-পুরুষের লাশ একত্র হলে পুরুষদের দুআ পড়লেই সকলের জন্য তা কার্যকরী হবে। এক্ষেত্রে ভিন্ন ভিন্ন দুআ পড়তে হবে না।
-আলমাবসূত সারাখসী ২/৬৫; বাদায়েউস সানায়ে ২/৫৬; হাশিয়াতুত্তাহতাবী আলাদ্দুর ১/৩৭৫