মুহাম্মাদ আবদুল্লাহ - বাবর রোড, মুহাম্মাদপুর, ঢাকা
১৪৪৫. Question
আমাদের এলাকায় একজন ভন্ডফকীর আছে যে বিবস্ত্র থাকে। জানতে চাই বিবস্ত্র ব্যক্তিকে সালাম দেওয়া যাবে কি না?
Answer
বিবস্ত্র ব্যক্তিকে সালাম দেওয়া জায়েয নয়। তার দিকে তাকানোও জায়েয নয়।
-আলমুহীতুল বুরহানী ৮/২২; খুলাসাতুল ফাতাওয়া ৪/৩৩২; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩২৬; আদ্দুররুল মুখতার ১/৬১৭