মুহাম্মাদ ইয়াসির - কাকরাইল মাদরাসা ঢাকা
১৪৪৩. Question
একজন লোক আমাকে দু’শ টাকা দিয়ে বলল, তোমার নানাকে কিছু কিনে খাওয়াবে। কিন্তু আমি তা করতে পারিনি। কারণ কিছুদিন পর নানাজান বার্ধক্যজনিত কারণে ইন্তিকাল করেছেন। এখন টাকাগুলো কী করব?
Answer
টাকাগুলো দাতাকে ফেরত দিতে হবে। -আলমাজাল্লা মাদ্দা নং ১৪৫৯, ১৪৬৩; বাদায়েউস সানায়ে ৫/৩৮; শরহুল মুহাযযাব ১৪/২৯৭