Zilqad 1429 || November 2008

মুহাম্মাদ আহসান হাবীব - বরিশাল

১৪৪০. Question

আমি ঢাকার এক মাদরাসা থেকে পড়াশুনা শেষ করেছি। রমযানের আগেই ঢাকার একটি মাদরাসায় চাকুরি ঠিক হয়েছে। মাদরাসা থেকে আসবাবপত্র এনে ঢাকার বাসায় রেখেছি। রমযান শেষে মাদরাসায় নিয়ে যাব। আমার বাড়ি বরিশাল। জানতে চাই, মাদরাসা থেকে মালপত্র আনার দ্বারা কি আমার ওয়াতনে একামত বাতিল হয়ে গেছে? আমি যদি এখন ঢাকা থেকে বাইরে যাই সফরের দূরত্বে কিংবা তার চেয়ে কম। এরপর আবার ঢাকায় ১/২ দিনের জন্য আসি তখন আমি মুসাফির না মুকীম?

Answer

প্রশ্নোক্ত অবস্থায় ঢাকা শহরে আপনি এখনও মুকীম। ঢাকা শহর আপনার ওয়াতনে ইকামত হিসাবে বহাল রয়েছে। মালপত্র মাদরাসা থেকে বাসায় স্থানান্তরের কারণে হুকুমের মধ্যে কোনো পরিবর্তন আসেনি। সুতরাং ঢাকা থেকে বাইরে গিয়ে আবার অল্প সময়ের জন্য ঢাকায় আসলেও আপনি মুকীম গণ্য হবেন।

-আলবাহরুর রায়েক ২/১৩৬; মাজমাউল আনহুর ১/২৪৩

Read more Question/Answer of this issue