Zilqad 1429 || November 2008

মুহাম্মাদ কলীমুল্লাহ খান - বরিশাল

১৪৩৯. Question

আমি চাকুরি করি চট্টগ্রামে। আমার দেশের বাড়ি বরিশালে। আমি নিজের অঞ্চলের পরিচয় দিতে সংকোচ বোধ করি বিধায় নিজেকে সিলেটবাসী হিসেবে পরিচয় দেই। প্রকাশ থাকে যে, সিলেটে আমার স্থাবর-অস্থাবর কোনো সম্পত্তি নেই। তবে মাঝে মাঝে যাওয়া হয়। এখন প্রশ্ন এই যে, নিজ অঞ্চলের পরিচয় গোপন করে সিলেট অঞ্চলের পরিচয় দেওয়ায় শরীয়তে কোনো বাধা আছে কি না?

Answer

এতে শুধু নিজের অঞ্চলের পরিচয় গোপন করা হয় না; বরং মিথ্যা বলা হচ্ছে। আর তা যে গুনাহ তা আপনিও জানেন।

Read more Question/Answer of this issue