Zilhajj 1429 || December 2008

জমির আলী - চাঁদপুর

১৪৯২. Question

জনৈক ব্যক্তি মান্নত করেছে যে, নির্দিষ্ট একটি গরু দিয়ে আগামী বছর কুরবানী দিবে। কিন্তু আগামী বছর আসার আগেই গরুর একটি বাচ্চা হয় এবং গরুটি অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। যার দরুন বাছুরটি দুধ পায় না। প্রশ্ন হল, এখন বাছুরসহ গরুটি বিক্রি করে দিয়ে এর মূল্য দ্বারা আরেকটি গরু কিনে কুরবানী দিলে মান্নত আদায় হবে কি না?

Answer

নির্দিষ্ট পশু কুরবানীর মান্নত করলে ঐ পশুই কুরবানী করা জরুরি হয়ে যায়। এ ধরনের পশু পরিবর্তন করে অন্য পশু দেওয়া জায়েয নয়। তাই সাধারণ  অবস্থায় এটি বিক্রি করা (যদিও মূল্য দ্বারা অন্যটি ক্রয়ের নিয়ত থাকে) জায়েয নয়। অতএব প্রশ্নোক্ত গরু ও বাছুরটি বিক্রি করা জায়েয হবে না। বরং সে গরুটিই কুরবানী দিতে হবে।

আর বাছুরটি যেহেতু আগামী কুরবানীর সময় কুরবানীর উপযোগী হবে না। তাই একে যবাই না করে জীবন্ত সদকা করে দেওয়াই উত্তম। যদি যবাই করা হয় তাহলে পুরো গোশত সদকা করে দিতে হবে।

উল্লেখ্য যে, কোনো নির্দিষ্ট প্রাণী কুরবানীর মান্নত করার পর যদি কেউ তা বিক্রি করে দেয় এবং পুরো মূল্য দ্বারা অন্য পশু ক্রয় করে তা কুরবানী দেয় তবে সেক্ষেত্রেও তার মান্নত আদায় হয়ে যাবে। তবে বিক্রি করে দেওয়া শরীয়তের নিয়ম পরিপন্থী হবে। আর যদি আংশিক মূল্য দিয়ে পশু কিনে কুরবানী দেয় তবে বাকি মূল্য সদকা করে দেওয়া জরুরি হবে।

-ফাতাওয়া খানিয়া ৩/৩৪৭; বাদায়েউস সানায়ে ৪/২২০; ফাতাওয়া হিন্দিয়া ৫/২৯৪; আদ্দুররুল মুখতার ৬/৩২২

Read more Question/Answer of this issue