Zilhajj 1429 || December 2008

মুহাম্মাদ মাহমুদ হাসান - মিরপুর

১৪৯১. Question

আমি এ বছর ইফরাদ হজ্ব করার নিয়ত করেছি। এখন জানার বিষয় হল, ইহরাম অবস্থায় মক্কা পৌছার পর সেখান থেকে ইহরামসহ মদীনায় যাওয়া যাবে কি না? মদীনা যেহেতু মীকাতের বাইরে তাই ইহরাম অবস্থায় মীকাতের বাইরে যাওয়া জায়েয কি না? জানালে উপকৃত হব।

Answer

ইহরাম অবস্থায় মীকাতের বাইরে যাওয়া নিষিদ্ধ নয়। তাই ইহরাম অবস্থায় মদীনা মুনাওয়ারা যেতে কোনো সমস্যা নেই।

-ফাতাওয়া হিন্দিয়া ১/২২৪; তাবয়ীনুল হাকায়েক ২/১২; ফাতাওয়া খানিয়া ১/২৮৫; রদ্দুল মুহতার ২/২৪৮

Read more Question/Answer of this issue