Zilhajj 1429 || December 2008

মুহাম্মাদ আবুল হাসান - লালবাগ

১৪৮৯. Question

বর্তমানে অনেকেই হজ্বের এক-দেড় মাস পূর্বে মক্কায় যায় এবং তামাত্তু হজ্ব করে। তাই উমরাহ করে হালাল হয়ে যায়। তারপর হজ্বের দশ-বার দিন আগে মদীনায় যায়। সেখান থেকে আসার সময় যুলহুলাইফা থেকে হজ্বের ইহরাম করে মক্কায় আসে।

এখন জানার বিষয় হল, উমরাহ করে মীকাতের বাইরে এসে হজ্বের নিয়ত করার কারণে কি তার তামাত্তু হজ্বের হুকুম বাকি থাকবে? না কি সে মুফরিদ বলে গণ্য হবে? যদি মুফরিদ হয়ে যায় তাহলে কি তাকে তাওয়াফে কুদূম করতে হবে?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে ঐ ব্যক্তির হজ্ব তামাত্তু হজ্ব হিসেবে গণ্য হবে। উমরাহ করার পর সে মীকাতের বাইরে গেলে এবং সেখান থেকে হজ্বের ইহরাম করলে কোনো অসুবিধা নেই। এক্ষেত্রে তাকে তাওয়াফে কুদূম করতে হবে না।

উল্লেখ্য যে, তামাত্তু হজ্বকারী হজ্বের আগে মীকাত থেকে বের হতে পারে কি না-এ বিষয়ে যেহেতু মতানৈক্য আছে তাই সম্ভব হলে হজ্বের পর মদীনায় যাওয়াই ভালো।

-ফাতাওয়া হিন্দিয়া ১/২৪০, গুনয়াতুন নাসেক পৃ. ২২৮; মানাসিকে মোল্লা আলী পৃ. ২৮৮; রদ্দুল মুহতার ২/৫৩৭

Read more Question/Answer of this issue