Zilhajj 1429 || December 2008

মুহাম্মাদ ছফিউল্লাহ - উত্তরা

১৪৮৫. Question

আমি এ বছর ঈদের নামাযে রুকুতে শরিক হয়েছি। এখন অতিরিক্ত তাকবীরগুলো আদায়ের নিয়ম কী? এ অবস্থায় এই রাকাতের অতিরিক্ত তাকবীরগুলো না দিলে নামায হবে কি না? আমি তাকবীর বলিনি। আমার নামায হয়েছে কি না?

Answer

ঈদের নামাযের রুকুতে শরিক হলে নিয়ম হল, হাত না উঠিয়ে রুকু অবস্থায় তিনটি তাকবীর বলে নেওয়া। তাই রুকুতে শরিক হয়ে তাকবীর না বলাটা নিয়ম পরিপন্থী হয়েছে। তবে প্রশ্নোক্ত নিয়মে ঈদের নামায পড়লেও হানাফী মাযহাবের একটি বর্ণনায় তা আদায় হয়ে যাওয়ার কথা রয়েছে। তাই এক্ষেত্রে আপনার নামায আদায় গেছে।

-আলবাহরুর রায়েক ২/১৬১; আলমুহীতুল বুরহানী ২/৪৮৮; ফাতহুল কাদীর ২/৪৬; রদ্দুল  মুহতার ২/১৬৪

Read more Question/Answer of this issue