Zilhajj 1429 || December 2008

লোকমান - কুমিল্লা

১৪৮৪. Question

আমার একটি ডেইরি ফার্ম আছে। তাতে ৭০-৮০ টি গরু আছে। আমি এগুলোর দুধ বিক্রি করে জীবিকা নির্বাহ করি। এ গরুগুলোর সকল খরচ আমাকেই বহন করতে হয়। আমাকে কি উক্ত গরুগুলোর যাকাত দিতে হবে।

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনাকে উক্ত ডেইরি ফার্মের গরুর যাকাত দিতে হবে না। অবশ্য দুধ বিক্রি করে যে টাকা আয় হয় তার উপর সাধারণ নিয়মে যাকাত ওয়াজিব হবে।

-খুলাসাতুল ফাতাওয়া ১/২৩৫; ফাতাওয়া হিন্দিয়া ১/১৭২,১৭৬; আলবাহরুর রায়েক ২/২১২,২০২; আদ্দুররুল মুখতার ২/২৭৫.২৬৫

Read more Question/Answer of this issue