Zilhajj 1429 || December 2008

মামুন - নরসিংদী

১৪৮৩. Question

আমি এক বস্তা চাল বাড়ি নিয়ে আসি। ভাত রান্না করার পর দেখা গেল চালে প্রচুর পাথর। প্রায় খাওয়ার অনুপযোগী। দোকানির সাথে আলোচনা করলে সে বলল, চাল নিয়ে আসেন। পরিবর্তন করে ভালো চাল দিয়ে দেব। বাসা থেকে দোকানে চাল নিতে ভাড়া বাবদ ৪০/- টাকা খরচ হয়। আমি দোকানি থেকে তা চাইলে সে দিতে অস্বীকার করে। প্রশ্ন হল, এ খরচ বহন করা কার যিম্মায়? জানালে উপকৃত হব।

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে চাল আনা-নেয়ার খরচ আপনাকেই বহন করতে হবে। এ খরচ বহন করা বিক্রেতার দায়িত্বে পড়ে না। তবে যদি বিক্রেতা ইচ্ছাকৃত পাথর মিশ্রিত চাল দিয়ে থাকে তাহলে তার নৈতিক দায়িত্ব হবে আপনার যাতায়াত খরচ দিয়ে দেওয়া।

-আলবাহরুর রায়েক ৬/৩৭; আদ্দুররুল মুখতার ৪/৫৬০

Read more Question/Answer of this issue