Zilhajj 1429 || December 2008

আতীকুর রহমান - জামালপুর

১৪৮০. Question

রমযান মাসে তারাবীর নামায নাবালেগ হাফেযের পিছনে পড়া জায়েয আছে কি না? যদি না থাকে তাহলে যে নামাযগুলো নাবালেগ হাফেযের পিছনে পড়া হয়েছে তার কাযা পড়তে হবে কি? রমাযানে আমাদের দুই হাফেযের একজন নাবালেগ ছিল।

Answer

তারাবীর নামাযেও নাবালেগের পিছনে বালেগের ইকতিদা সহীহ নয়। অবশ্য তারাবীর যেহেতু কাযা নেই তাই বিগত দিনের তারাবী কাযা করতে হবে না।

-মুসান্নাফ ইবনে আবি শায়বা ৩/২০৬; আলবাহরুর রায়েক ১/৩৯৯; খুলাসাতুল ফাতাওয়া ১/১৪৬; তাহতাবী আলাল মারাকী ২৮৮; আদ্দুররুল মুখতার ১/১৫৮

Read more Question/Answer of this issue