ফয়সাল - ঢাকা
১৪৭৯. Question
এ বছর রমযান মাসে আমাদের মসজিদের তারাবীর নামাযে সামে লোকমা দিতে গিয়ে ভুলবশত সেজদার আয়াত তিলাওয়াত করে ফেলে এবং ইমাম সাহেব লোকমা গ্রহণ না করে রুকুতে চলে যান। আমার প্রশ্ন হল, আমাদের উপর উক্ত তিলাওয়াতের কারণে সিজদায়ে তিলাওয়াত ওয়াজিব হবে কি না? আর ওয়াজিব হলে তা কখন আদায় করতে হবে?
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে লোকমা প্রদানকারীর উচ্চারণের কারণে তার উপর এবং অন্যান্য মুসল্লী ও ইমাম কারো উপর সিজদা তিলাওয়াত ওয়াজিব হয়নি। এজন্য কাউকেই আদায় করতে হবে না।
-বাদায়েউস সানায়ে ১/৪৪২; খুলাসাতুল ফাতাওয়া ১/১৮৫; তাবয়ীনুল হাকায়েক ১/২০৬; ফাতাওয়া খানিয়া ১/১৫৮; ফাতাওয়া সিরাজিয়া ১৪