Zilhajj 1429 || December 2008

মুহাম্মাদ মামুন - ঢাকা

১৪৭৭. Question

ঈদুল ফিতরের দিন সকাল ৭ টার সময় আমার একটি কন্যাসন্তান জন্মগ্রহণ করেছে। তার সদকায়ে ফিতর দেওয়া লাগবে কি না?

Answer

ঈদের দিন ফজরের ওয়াক্তের শুরু অর্থাৎ সুবহে সাদিকের সময় সদকা ফিতর ওয়াজিব হয়। আপনার সন্তান যেহেতু ঐ সময়ের পরে জন্মগ্রহণ করেছে তাই তার পক্ষ থেকে সদকা ফিতর আদায় করা ওয়াজিব নয়।

-বাদায়েউস সানায়ে ২/২০৬; খুলাসাতুল ফাতাওয়া ১/২৭৫; ফাতাওয়া হিন্দিয়া ১/১৯২; ফাতাওয়া খানিয়া ১/২২৭; মারাকিল ফালাহ ৩৯৪

Read more Question/Answer of this issue