Zilhajj 1429 || December 2008

আবুল ফযল কাসেমী - মিরপুর, ঢাকা

১৪৭২. Question

আমাদের মসজিদে প্রতি শুক্রবার ফযরের নামাযে সূরা সাজদা পড়া হয়। এ শুক্রবার আমার মসজিদে আসতে দেরি  হয়েছিল। আমি যখন মসজিদের কাছে পৌঁছি তখন ইমাম সাহেব সিজদার আয়াত তেলাওয়াত করছিলেন। আমি তা শুনতে পাই। কিন্তু নামাযে শামিল হওয়ার আগেই ইমাম সাহেব  সিজদায়ে তেলাওয়াত আদায় করে ফেলেন। আমি ওই রাকাতে শরীক হই। এখানে আমার জানার বিষয় হল, উক্ত আয়াতে সিজদা শ্রবণের কারণে আমার উপর সিজদা ওয়াজিব হবে কি না? জানালে উপকৃত হব

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে যেহেতু আয়াতে সিজদা শ্রবণ করার পর আপনি ঐ রাকাতেই ইমামের সাথে নামাযে শরীক হয়েছেন তাই আপনাকে পৃথকভাবে এ সিজদা আদায় করতে হবে না। কিন্তু এ রাকাতে শরীক না হতে পারলে নামাযের পর ঐ সিজদা আদায় করতে হত।

-খুলাসাতুল ফাতাওয়া ১/১৮৫; মুলতাকাল আবহুর ১/২৩৩; তাহতাবী আলাদ্দুর ১/৩২৫; আদ্দুররুল মুনতাকা ১/২৩৩; রদ্দুল মুহতার ২/১১০

Read more Question/Answer of this issue