মুহাররম ১৪৩৯ || অক্টোবর ২০১৭

আব্দুল্লাহ আলী - ওয়েব থেকে পাপ্ত

৪২১১. Question

আমি একটি মেস পরিচালক। অনেক সময় দেখা যায়, অনেকে প্যান্ট, বেডিং, বালিশ ইত্যাদি রেখে চলে যায়। কিন্তু পরে ঐগুলো আর নেয় না। এই জিনিসগুলো আমি কী করব?

Answer

মেসে বসবাসকারী লোকদের রেখে যাওয়া বস্তুগুলো যদি এমন হয়, যা সাধারণত মানুষ নিতে আসে না, সেগুলো গরীবদের দিয়ে দিতে পারবেন। গরীব মেসমেম্বাররাও তা ব্যবহার করতে পারবে। আর যদি এমন বস্তু হয়, যেগুলোর ব্যাপারে মনে হয় যে, তা হয়ত ভুলে ছেড়ে গেছে তাহলে মালিকের সন্ধান করতে চেষ্টা করবেন। যদি সন্ধান না পাওয়া যায় তাহলে তার আসার অপেক্ষা করবেন এবং যতদিন মালিক আসার সম্ভাবনা থাকবে ততদিন অপেক্ষা করার পরও মালিক না আসলে কোনো গরীব লোককে তা দিয়ে দিতে পারবেন। এক্ষেত্রে আপনি দরিদ্র হলে নিজেও তা ব্যবহার করতে পারবেন।

-ফাতাওয়া খানিয়া ৩/৩৮৯; ফাতাওয়া হিন্দিয়া ২/২৮৯-২৯১; আলবাহরুর রায়েক ৫/১৫৩; আদ্দুররুল মুখতার ৪/২৭৯

Read more Question/Answer of this issue