মুহাররম ১৪৩৯ || অক্টোবর ২০১৭

মারুফ সাইফুল্লাহ - ওয়েব থেকে প্রাপ্ত

৪২১০. Question

হুযুর! আমার এক বন্ধু ইউনিভাসির্টির হলে থাকত, হলের ক্যান্টিনে খাবার যেদিন ভাল লাগত না সেদিন ইচ্ছাকৃতভাবে কিছু টাকা কম দিত। ইউনিভার্সিটি থেকে পাস করার পর ভার্সিটির হল থেকে চলে আসার সময় সে ক্যান্টিনের মালিকদের থেকে বিদায় নিয়ে এসেছে। আর বলেছে, কোনো পাওনা থাকলে মাফ করে দিতে। ইচ্ছাকৃতভাবে সে কিছু টাকা কম দিয়েছিল এ কথা তার তখন মনে ছিল না। সে ঠিক কত টাকা কম দিয়েছিল তা বলতে পারে না। তবে সে অনুমান করে যে, হয়ত হাজার খানেক টাকা হবে। এখন সে কী করবে?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার বন্ধুর কর্তব্য হল, অন্তত এক হাজার টাকা ক্যান্টিন মালিকদের দিয়ে দেওয়া। বিদায়ের সময় ঐভাবে মাফ চেয়ে নেওয়ার দ্বারা তা মাফ হয়নি।

আর ঐ সময়ের ক্যান্টিন মালিকগণ যদি এখন না থাকে তাহলে তাদের ঠিকানা জোগাড় করে তাদের কাছে টাকাগুলো পৌঁছে দিতে হবে। তারা জীবিত না থাকলে তাদের ওয়ারিশদেরকে দিবে। ক্যান্টিন মালিক বা তার ওয়ারিশ কারো সন্ধান পাওয়া না গেলে ঐ পরিমাণ টাকা তাদের পক্ষ থেকে কোনো গরীব মিসকীনকে সদকা করে দিবে। আর পেছনের এ অন্যায়ের জন্য আল্লাহর কাছে তওবা-ইস্তিগফার করবে।

-বাদায়েউস সানায়ে ৬/১৩৯; শরহুল মাজাল্লাহ ১/২৬৪; আদ্দুররুল মুখতার ৪/২৮৩

Read more Question/Answer of this issue