মুহাররম ১৪৩৯ || অক্টোবর ২০১৭

হাসিবুল হাসান - ঢাকা

৪১৯৫. Question

হজ্বে এক ব্যক্তি ১০ যিলহজ্ব বড় জামারায় কংকর নিক্ষেপ করার পর ভীষণ অসুস্থ হয়ে পড়ে। ফলে তাকে ঐ দিনই হাসপাতালে ভর্তি করা লাগে। এ অবস্থায় তিন দিনেরও বেশি তাকে হাসপাতালে থাকতে হয়। হাসপাতালে থাকা অবস্থায়ই ১০ তারিখ তার পক্ষ থেকে দমে শোকর আদায় করা হয়। এবং ১১ তারিখ তার চুল ছোট করে দেওয়া হয়। আর ১১ ও ১২ তারিখ তার পক্ষ থেকে একজন কংকর নিক্ষেপ করে। কিন্তু ১৩ তারিখ পর্যন্ত হাসপাতালে থাকার কারণে সে ১২ তারিখের ভেতর তাওয়াফে যিয়ারত করতে পারেনি। এখন তার করণীয় কী? সে কি এখন ঐ তাওয়াফে যিয়ারত আদায় করে নিবে? এবং এখন আদায় করলে তার উপর কি দম ওয়াজিব হবে? বিস্তারিত জানালে কৃতজ্ঞ হব।

 

Answer

তাওয়াফে যিয়ারত আদায় করা ফরয। অসুস্থতার কারণে বিলম্ব হলেও তা আদায় করতে হবে। তাই সুস্থ হওয়ার পর

তাওয়াফে যিয়ারত আদায় করে নিবে। আর অসুস্থতার কারণে যেহেতু সময়মত তাওয়াফে যিয়ারত করতে পারেনি তাই বিলম্বে তাওয়াফের কারণে তাকে দম বা কোনো জরিমানা দিতে হবে না।

-যুবদাতুল মানাসিক পৃ. ২০৫; গুনয়াতুন নাসিক, পৃ. ১৭৮;মানাসিক মোল্লা আলী কারী, পৃ. ২৩৩

Read more Question/Answer of this issue