মুহাররম ১৪৩৯ || অক্টোবর ২০১৭

মো: সাইফূল ইসলাম - ঢাকা

৪১৯২. Question

আমি মাঝে মাঝে একটি মসজিদে ইমামতি করি। দীর্ঘদিন যাবৎ আমার ডান পায়ে ব্যথা। চিকিৎসা করিয়েও তেমন কোনো উন্নতি হয়নি। উক্ত ব্যথার কারণে আমি নামাযে সুন্নত তরীকায় অর্থাৎ এক পা বিছিয়ে আরেক পা দাঁড় করিয়ে বসতে পারি না। তাই উভয় পা  মহিলাদের মত ডান দিকে বের করে দিয়ে মাটিতে বসি।

এখন আমার জানার বিষয় হল, উক্ত পদ্ধতিতে বসার কারণে নামাযের কোনো ক্ষতি হবে কি না? এবং আমার পেছনে ইকতেদা করা সহীহ হবে কি না?

Answer

পুরুষের জন্য অসুস্থতা বা ওযরের কারণে নামাযের বৈঠকে উভয় পা কোনো এক দিকে বের করে দিয়ে বসলেও নামাযের কোনো ক্ষতি হবে না। এছাড়া মাযূর ব্যক্তি অন্য কোনোভাবে বসলেও কোনো অসুবিধা নেই। মাযূর ব্যক্তি জমিনে বসে সিজদা করে নামায পড়তে পারলেই সুস্থ ব্যক্তিদের জন্য তার ইক্তিদা করা সহীহ হবে। আবু হুমাইদ রা. থেকে বর্ণিত এক হাদীসে এসেছে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাযে এভাবে বসেছেন। (মুসনাদে আহমাদ, হাদীস ২৩৫৯৯)

ফুকাহায়ে কেরাম বলেছেন, বার্ধক্য ও দুর্বলতার কারণেই কখনো কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বসেছেন।

অন্য এক বর্ণনায় এসেছে, আবদুল্লাহ ইবনে ওমর রা. অসুস্থতার কারণে নামাযে উভয় পা একদিকে বের করে দিয়ে মাটিতে বসতেন। (মুআত্তা মালেক, বর্ণনা ৫৫)

পায়ে ব্যথা বা শরীর ভারী হয়ে যাওয়া ইত্যাদি ওযরের কারণে ইমামের জন্যও সেভাবে বসার সুযোগ রয়েছে। কোনো ইমাম নামাযে ঐভাবে বসলে তার পিছনে ইকতেদা করতে কোনো সমস্যা নেই।

-হালবাতুল মুজাল্লী ২/১৭১; আলবাহরুর রায়েক ১/৩২৩; শরহুল মুনয়া পৃ. ৩২৮; মাআরিফুস সুনান ৩/১৬১

Read more Question/Answer of this issue