আলমগীর ভূইয়া - সদর, কুমিল্লা
৪১৯১. Question
আমার স্মরণশক্তি অনেক দুর্বল। কিছু করার পর মনে থাকে না। নামায পড়েছি কি না এটাও মনে থাকে না। তাই মাঝে মাঝেই আমি নামায পড়িনি ভেবে নামাযে দাঁড়িয়ে যাই। এক-দুই রাকাত পর মনে পড়ে আমি তো নামায পড়েছি। তখন সাথে সাথে আমি নামায ছেড়ে দেই।
হুযুরের নিকট জানতে চাই, উক্ত অবস্থায় এভাবে নামায ছেড়ে দেওয়ার কারণে গুনাহ হবে কী? আমাকে এই নামাযের কাযা করতে হবে? এ অবস্থায় আমার করণীয় কী? এ নিয়ে অনেকদিন যাবৎ আমি পেরেশানিতে আছি। দ্রুত জানালে উপকৃত হব।
Answer
কোনো ফরয নামায পড়া হয়নি ভেবে শুরু করার পর যদি স্মরণ হয় যে তা পড়া হয়েছে তাহলে তা ছেড়ে দেয়া জায়েয। এতে গুনাহ হবে না। তবে মাকরূহ ওয়াক্ত না হলে (যেমন ফযর ও আসর ছাড়া অন্য ওয়াক্তে) নফলের নিয়তে তা পূর্ণ করা (অন্তত দুই রাকাত) উত্তম।
অবশ্য এসব ক্ষেত্রে নামায পূর্ণ না করে ভেঙ্গে দিলে পরবর্তীতে উক্ত নামাযের কাযা
করতে হবে না। কারণ, এক্ষেত্রে ইচ্ছাকৃত নতুন নামায শুরু করা হয়নি। বরং ভুলবশত শুরু করা হয়েছে। তাই এটি নফল শুরু করার হুকুমে হবে না।
উল্লেখ্য, পুরুষদের ক্ষেত্রে শরীয়তের বিধান হল, তারা ফরয নামায মসজিদে জামাতের সাথে আদায় করবে। তাছাড়া জামাতে নামায পড়লে এভাবে ভুলে যাওয়ার সম্ভাবনাও কমে যাবে।
-আদ্দুররুল মুখতার ২/৩০; ফাতাওয়া তাতারখানিয়া ২/২৮৮; হালবাতুল মুজাল্লী ২/৩৪৪