মুহাররম ১৪৩৯ || অক্টোবর ২০১৭

রাফিউল ইসলাম - নোয়াখালী

৪১৯০. Question

নামাযের বৈঠকে সূরা ফাতেহা পড়ে ফেললে কী হুকুম? ১ম বৈঠক ও  ২য় বৈঠকে কোনো পার্থক্য আছে কি?

Answer

ফরয, ওয়াজিব ও সুন্নতে মুআককাদাহ নামাযের প্রথম বৈঠকে তাশাহুদের আগে বা পরে সূরা ফাতেহা পড়ে ফেললে সাহু সিজদা ওয়াজিব হবে। আর শেষ বৈঠকে তাশাহুদের আগে সূরা ফাতিহা পড়লে সাহু সিজদা ওয়াজিব হবে। কিন্তু তাশাহহুদের পর পড়লে সাহু সিজদা ওয়াজিব হবে না। আর যদি নামাযটি হয় নফল তাহলে প্রথম বৈঠকে হোক বা শেষ বৈঠকে, উভয়  ক্ষেত্রেই ভুলে সূরা ফাতেহা পড়লে তা যদি তাশাহহুদের পূর্বে পড়া হয়ে থাকে তবে সেক্ষেত্রে সাহু সিজদা দিতে হবে। আর যদি তা তাশাহহুদের পরে পড়া হয়ে থাকে তাহলে সাহু সিজদা ওয়াজিব হবে না।

-হালবাতুল মুজাল্লী ২/৪৪৪; আলমুহীতুল বুরহানী ২/৩১৩; হাশিয়াতুত তহতাবী আলাল মারাকী পৃ. ২৫০; আলবাহরুর রায়েক ২/৯৭; ফাতাওয়া হিন্দিয়া ১/১২৬

Read more Question/Answer of this issue