মুহাররম ১৪৩৯ || অক্টোবর ২০১৭

যায়নুল আবিদীন - হবিগঞ্জ, সিলেট

৪১৮৬. Question

আমার পরিচিত একজন গাড়ি এক্সিডেন্ট করে। সে তখন বাম পায়ের নিচের অংশে আঘাত পায়। ডাক্তার তার পায়ের গোড়ালিসহ এর উপরের কিছু অংশ ব্যান্ডেজ করে দেয়। এই অবস্থায় তার ৬/৭ দিন অতিবাহিত হয়। সে ঐ কয়দিন অযু করার সময় ক্ষতস্থান ছাড়া বাকি অংশ ধুলেও ব্যান্ডেজের উপর মাসেহও করেনি। এভাবে তার অযু কি সহীহ হয়েছে? এবং এই অযু দ্বারা সে যে কয় ওয়াক্ত নামায পড়েছে   তা কি আদায় হয়েছে?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে পায়ের গোড়ালির যে অংশটুকু ধোয়া সম্ভব হয়নি ভেজা হাত দ্বারা তা মুছে দেওয়া ক্ষতিকর না  হলে অযু করার সময় তা মুছে দেওয়া জরুরি ছিল। সুতরাং মাছেহ করা সম্ভব হওয়া সত্ত্বেও যদি তা না করে থাকে তাহলে তার অযু হয়নি। এভাবে সে যে কয়দিন নামায পড়েছে তাও আদায় হয়নি। ঐ নামাযগুলো আবার পড়ে নিতে হবে।

-বাদায়েউস সনায়ে ১/৯০; আলবাহরুর রায়েক ১/১৮৫; রদ্দুল মুহতার ১/২৭৯; ফাতাওয়া হিন্দিয়া ১/১৩৫

Read more Question/Answer of this issue