Muharram 1430 || January 2009

মুহাম্মাদ আশরাফুজ্জামান - ঘাটাইল, টাঙ্গাইল

১৫২৬. Question

এ বছর আমার উপর প্রায় ৪৭,০০০/- টাকা যাকাত ওয়াজিব হয়েছে। আমি যাকাতের টাকা একটি নির্দিষ্ট মাদরাসার যাকাতফান্ডে দিয়ে থাকি। এবার মাদরাসার পক্ষ হতে আদায়কারী আমার কাছে এসে বলল, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে মাদরাসার অনেক টাকা ঋণ হয়ে গেছে। এ কারণে আপনি যদি আগামী বছরের যাকাতের কিছু টাকা অগ্রিম দিয়ে দেন তাহলে ভালো হয়। তার কথামতো আমি অগ্রিম ২০,০০০/- টাকা তাকে দিয়ে দিয়েছি।

প্রশ্ন হল, আগামী বছর যাকাত দেওয়ার সময় এই ২০,০০০/-টাকা ঐ বছরের অগ্রিম যাকাত হিসেবে গণ্য করা কি সহীহ হবে?

Answer

হাঁ। ঐ বিশ হাজার টাকা আগামী বছরের অগ্রিম যাকাত হিসেবে গণ্য করা যাবে।

-ফাতাওয়া খানিয়া ১/২৬৪; আদ্দুররুল মুখতার ২/২৯৩; ফাতাওয়া তাতারখানিয়া ২/২৫৩; ফাতাওয়া হিন্দিয়া ১/১৭৬

Read more Question/Answer of this issue