মুহাম্মাদ শামসুল আরেফীন - ধানমন্ডি, ঢাকা
১৫২৫. Question
আমি কিস্তিতে দশ লক্ষ টাকার মাল কিনেছি। কিস্তির মেয়াদ পাঁচ বছর। প্রতি বছর দুই লক্ষ টাকা পরিশোধ করতে হবে। কিস্তির পূর্ণ টাকা পরিশোধ করার মতো অর্থ আমার কাছে আছে। তবে আমি ইচ্ছা করেছি, একবারে পরিশোধ না করে কিস্তিতেই পরিশোধ করব। প্রশ্ন হল, এক বছর অতিক্রান্ত হওয়ার পর কিস্তি আদায় করে যে টাকা অবশিষ্ট থাকবে তার সম্পূর্ণটার যাকাত দিতে হবে? নাকি কিস্তির অবশিষ্ট টাকা পরিমাণ বাদ দিয়ে বাকি অংশের যাকাত দিতে হবে?
Answer
যে সকল কিস্তির মেয়াদ যাকাত-বর্ষের পরে ধার্য করা হয়েছে সে সকল কিস্তির টাকা বিগত বছরের যাকাতযোগ্য সম্পদ থেকে বাদ যাবে না। তাই প্রশ্নোক্ত অবস্থায় যাকাতের বছরের কিস্তি (অনাদায়ী থাকলে তা) বাদ দিয়ে অবশিষ্ট সকল টাকার যাকাত আদায় করতে হবে।
-হাশিয়াতুত্তাহতাবী আলাদ্দুর ১/৩৯১; জামেউর রুমুয ১/৩৫৫; রদ্দুল মুহতার ২/২৬০; ফাতাওয়া উছমানী ২/৭০