মুহাম্মাদ আমীল আলী - পাঁচপীর, রংপুর
১৫২৩.. Question
জনৈক ব্যক্তি সৌদি আরব থেকে ঈদুল ফিতরের ঈদ করে এসে বাংলাদেশে দেখে একদিন পর ঈদ হবে। এখন তার জন্য পুনরায় ঈদের নামায পড়ার হুকুম কী? সে কি ঈদের নামাযের ইমামতি করতে পারবে? অন্যদের মতো সেও কি ঈদের নামায পড়বে?
Answer
ঐ ব্যক্তি বাংলাদেশের লোকদের সাথে পুনরায় ঈদের নামায আদায় করবে। তবে ঈদের নামাযের ইমামতি করবে না।
-সুনানো তিরমিযী ১/১৫০; বাযলুল মাজহুদ ১১/১১৪; বাদায়েউস সানায়ে ২/২৬২; রদ্দুল মুহতার ২/৩৮৪