Muharram 1430 || January 2009

মুহাম্মাদ আবু বকর সিদ্দীক - গফরগাঁও, মোমেনশাহী

১৫২০.. Question

আমি একজন ব্যবসায়ী। বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকার জনাব ফখরুদ্দীন সাহবের সময়ে দুদক দেশের উপরের মহলের ব্যক্তিদের সম্পদের উপর জরিপ চালান। এই সূত্র ধরেই আমার সম্পদেরও হিসাব চাওয়া হয়। আমি সব সম্পদের হিসাব বুঝিয়ে দিয়েছি। তবে তিন কোটি টাকার হিসাব দিতে পারিনি। এজন্য উক্ত তিন কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়। এক বছর অতিবাহিত হওয়ার পর উক্ত তিন কোটি টাকার হিসাবও খুঁজে পেয়েছি এবং যথাযথভাবে হিসাব বুঝিয়ে দিয়েছি। তাই সেই টাকা আমাকে ফিরিয়ে দেওয়া হয়।  জানতে চাই, উক্ত তিন কোটি টাকার বিগত এক বছরের যাকাত আদায় করতে হবে কি না?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে উক্ত তিন কোটি টাকার বাজেয়াপ্তকালীন এক বছরের যাকাত আদায় করতে হবে না।

-হেদায়া ১/১৮৭; বাদায়েউস সানায়ে ২/৮৮; আলমুহীতুল বুরহানী ৩/২৫২; আলবাহরুর রায়েক ২/২০৩; রদ্দুল মুহতার ২/২৭৫

Read more Question/Answer of this issue