Muharram 1430 || January 2009

মুহাম্মাদ আলী মিয়া - চাঁদপুর

১৫১৯. Question

আমার পিতা মৃত্যুর কয়েকদিন আগে নিজ অর্থ দিয়ে নিজের জন্য পাঁচ বিঘা জমি খরিদ করেন। এরপর সরকারী আইনের ভয়ে ছোট নাবালেগ ছেলের নামে রেজিস্ট্রি করেন। এর কয়েক দিন পর তিনি এক্সিডেন্টে ইন্তেকাল করেন। মৃত্যুর পূর্বে ছেলের কোনো ধরনের মালিকানার স্বীকারোক্তি করে যাননি এবং তার অবস্থা দ্বারাও বুঝা যায়নি। এখন জানার বিষয় হল, উক্ত জমি মীরাছের সম্পত্তিতে গণ্য হবে কি না?

Answer

প্রশ্নের বর্ণনা যদি সত্য হয় তাহলে ছেলের নামে রেজিস্ট্রি করার দ্বারা যেহেতু ছেলেকে জমির মালিক বানানো উদ্দেশ্য ছিল না এবং পরে তাকে বুঝিয়েও দেওয়া হয়নি তাই এতে ছেলের মালিকানা প্রতিষ্ঠিত হয়নি; বরং পিতার মালিকানাই বহাল ছিল। অতএব পিতার মৃত্যুর পর উক্ত জমি অন্যান্য সম্পদের মতো উত্তরাধিকার সম্পত্তি হিসেবে গণ্য হবে।

-আলমুহীতুল বুরহানী ১৯/১৬৮; জামেউল ফসুলাইন ১/১৯০; ফাতাওয়া হিন্দিয়া ৩/২০৯; বাদায়েউস সানায়ে ৪/৩৮৯; আদ্দুররুল মুখতার ৫/২৭৩

Read more Question/Answer of this issue