Muharram 1430 || January 2009

মুহাম্মাদ জাবেদ হুসাইন - হাজীগঞ্জ, নারায়ণগঞ্জ

১৫১৮. Question

ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্যের আলোচনা কি দুনিয়াবী কথা-বার্তার অন্তর্ভুক্ত? মসজিদে বসে সরাসরি বা মোবাইল ফোনে ক্রয়-বিক্রয় এবং ব্যবসা-বাণিজ্যের আলোচনা করা বৈধ হবে কি না? কেউ কেউ বলেন, ব্যবসা-বাণিজ্য ইবাদতের অন্তর্ভুক্ত। তাই ইতিকাফকারী ছাড়াও অন্যদের জন্য এর আলোচনা মসজিদে করতে কোনো অসুবিধা নেই। তাদের এ কথা কতটুকু সঠিক? আসলে কি ইতিকাফকারী ব্যতীত অন্য কেউ ক্রয়-বিক্রয় এবং ব্যবসা-বাণিজ্যের আলোচনা মসজিদে করতে পারবে?

Answer

মসজিদ আল্লাহ তাআলার ঘর। ইবাদতের স্থান। এখানে ইবাদত পরিপন্থী কোনো কাজ করার অনুমতি নেই। হালাল উপায়ে ব্যবসা-বাণিজ্য ছওয়াবের কাজ। তবে সব ছওয়াবের কাজের স্থান মসজিদ নয়। তাই কারো জন্য মসজিদে ক্রয়-বিক্রয় করার অনুমতি নেই। পণ্য সরাসরি মসজিদে নিয়ে আসলে এর খারাবী আরো বেশি। অবশ্য ইতিকাফকারীর প্রয়োজনীয় কেনাকাটার কেউ না থাকলে পণ্য উপস্থিত না করার শর্তে এবং অন্য কারো ক্ষতি না করে অতীব প্রয়োজনীয় কেনাকাটা বা তার আলাপ-আলোচনার অনুমতি রয়েছে।

-সুনানে তিরমিযী ১/২৪৮; সুনানে ইবনে মাজাহ পৃ. ৫৪; আলবাহরুর রায়েক ২/৩০৩; বাদায়েউস সানায়ে ২/২৮৭; ফাতহুল কাদীর ২/৩১২; আদ্দুররুল মুখতার ২/৪৪৮

Read more Question/Answer of this issue