মুহাম্মাদ খালেদ সাইফুল্লাহ - ঢাকা
১৫১৭. Question
বর্তমানে প্রায় সব বাজারেই পাহারাদার থাকে। তারা সারা রাত্র পাহারা দেয়। এর বিনিময়ে প্রত্যেক দোকানদার থেকে পারিশ্রমিক গ্রহণ করে থাকে। এ ধরনের এক বাজারে একবার চুরির ঘটনা ঘটেছে। দোকানের পিছন দিক থেকে চোর দোকানের ভিতর প্রবেশ করে এবং মালামাল নিয়ে যায়। পাহারাদাররা সে সময় দোকানটির সামনে টহল দেওয়া সত্ত্বেও ঘটনা আঁচ করতে পারেনি। দিনের বেলায় দোকান খোলার পর বিষয়টি ধরা পড়েছে। তাছাড়া দোকানটির পিছনের দিক থেকে যাওয়ার ব্যবস্থা নেই। প্রহরীদের দায়িত্ব দোকানের সামনে টহল দেওয়া। এখন প্রশ্ন হল, এমতাবস্থায় পাহারাদারদের কাছ থেকে ক্ষতিপূরণ নেওয়া যাবে কি?
Answer
না, পাহারাদার থেকে চুরি হয়ে যাওয়া মালের ক্ষতিপূরণ নেওয়া জায়েয হবে না।
-ফাতাওয়া খানিয়া ২/৩৩৭; ফাতাওয়া বাযযাযিয়া ৫/৯৫; ফাতাওয়া হিন্দিয়া ৪/৫০১; শরহুল মাজাল্লা ২/৭১৯