Muharram 1430 || January 2009

মুহাম্মাদ আবদুর রশীদ - ভোলা

১৫১৬. Question

আমি এক মাদরাসার খেদমতে আছি। বছরের বিভিন্ন সময়ে মাদরাসা যখন ছুটি থাকে যেমন, রমযানের ছুটি, ঈদের ছুটি, পরীক্ষার ছুটি। মাদরাসা কর্তৃপক্ষ আমাদেরকে এসব সময়ের বেতনও দিয়ে থাকেন। জানতে চাই, শরীয়তের দৃষ্টিতে এ সমস্ত বেতন দেওয়া এবং তা গ্রহণ করার হুকুম কী?

Answer

নিয়মিত চাকুরীজীবিদের ক্ষেত্রে  এসব ছুটির বেতন দেওয়াটা মাদরাসার বিধিতে থাকলে তা দেওয়া এবং চাকুরীজীবিদের জন্য তা গ্রহণ করা জায়েয হবে।

-আলআশবাহ ওয়ান নাযায়ির পৃ. ৪৭; রদ্দুল মুহতার ৪/৩৭২; শরহুল মাজাল্লা (খালিদ আতাসী) মাদ্দাহ ৪৯৫

Read more Question/Answer of this issue