মুহাম্মাদ জসীম উদ্দীন - কুমিল্লা
১৫১৫. Question
আমি একজন হাফেয। আমার বয়স ২৫ বছর। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার দাড়ি উঠেনি। শুধুমাত্র ৩/৪ টি দাড়ি আমার মুখে আছে। আমি আমাদের গ্রামের মসজিদে ইমামতি করতে চাই। কিন্তু কেউ কেউ বলছে যে, তোমার দাড়ি নেই, তোমার পিছনে নামায পড়া ঠিক হবে না। জানতে চাই, তাদের কথা কি ঠিক? দাড়ি না থাকার কারণে আমার পিছনে নামায পড়তে কি কোনো অসুবিধা আছে?
Answer
প্রশ্নোক্ত মন্তব্য ঠিক নয়। ইমামতির জন্য দাড়ি ওঠা শর্ত নয়। প্রাপ্তবয়স্ক ব্যক্তি, যার দাড়ি ওঠেনি সেও ইমামতি করতে পারে। ইমামতির শর্তাবলি যদি আপনার মাঝে পাওয়া যায় তবে দাড়ি না ওঠা সত্ত্বেও আপনাকে এ দায়িত্ব দিতে কোনো সমস্যা নেই।
-খুলাসাতুল ফাতাওয়া ১/১৪৮; রদ্দুল মুহতার ১/৫৬২