Muharram 1430 || January 2009

মুহাম্মাদ সালাউদ্দীন - ইসলামবাগ

১৫১৩. Question

পাগলকে যাকাত দিলে যাকাত আদায় হবে কি? আমাদের মহল্লার একজন আলেম বলেছেন, যাকাত আদায় হবে না। এই কথা কতটুকু সঠিক জানালে চিরতৃকতজ্ঞ থাকব।

Answer

পাগলের হস্তগত করা যেহেতু গ্রহণযোগ্য নয় তাই সরাসরি তার হাতে যাকাত দিলে তা আদায় হবে না। তবে যদি দরিদ্র পাগলের পক্ষ থেকে তার অভিভাবক গ্রহণ করে তাহলে যাকাত আদায় হয়ে যাবে।

-খুলাসাতুল ফাতাওয়া ১/২৪২; ফাতাওয়া তাতার-খানিয়া ২/২৭৪; ফাতাওয়া হিন্দিয়া ১/১৯০; ফাতাওয়া  খানিয়া ১/২৬৮; আদ্দুররুল মুখতার ২/৩৪৪

Read more Question/Answer of this issue