Muharram 1430 || January 2009

মুহাম্মাদ মিযানুর রহমান ফুয়াদ - ভালুকা, ময়মনসিংহ

১৫১২. Question

একটি কাঁথার এক কোণে বাচ্চা পেশাব করেছে। শুকিয়ে যাওয়ার পর পাক অংশে দাড়িয়ে নামায পড়তে পারবে কি না? তেমনিভাবে তোষকের একপাশে নাপাকি থাকলে তা উল্টিয়ে অপর পাশে নামায পড়তে পারবে কি না? দয়া করে জানাবেন।

 

Answer

এ ধরনের কাঁথার পাক অংশে দাঁড়িয়ে নামায পড়া জায়েয হবে। আর তোষকের এক পিঠে নাপাকি লাগলে অপর পিঠে যদি নাপাকির রঙ বা আদ্রতা প্রকাশ না পায় কিংবা  দুর্গন্ধ পাওয়া না যায় তাহলে সে ক্ষেত্রে অপর পিঠে নামায পড়তে চাইলে পড়া যাবে। অবশ্য এ পিঠেও কোনো পাক কাপড় বিছিয়ে নামায পড়া যাবে।

-ফাতাওয়া হিন্দিয়া ১/৬২; আলমুহীতুল বুরহানী ২/২০; আসসিআয়াহ ২/৬১; আদ্দুররুল মুখতার ১/৬২৬

Read more Question/Answer of this issue