মুহাম্মাদ আবু সায়েম - মুহাম্মাদপুর, ঢাকা
১৫১১. Question
আমার নানা গত রমজানের শেষ দশ দিন ইতিকাফ করেন। কিন্তু অসুস্থতার কারণে শেষ তিন দিন রোযা রাখতে পারেননি। এখন জানার বিষয় হল, তার উক্ত ইতিকাফ সহীহ হয়েছে কি না?
Answer
সুন্নত ইতিকাফের জন্য রোযা রাখা শর্ত। সুতরাং সুন্নত ইতিকাফ শুরু করার পর কোনো ওজরেও যদি রোযা না রাখে তবে তা আর সুন্নত ইতিকাফ থাকবে না। নফল ইতিকাফে পরিণত হয়ে যাবে। তাই আপনার নানার ঐ ইতিকাফ নফল ইতিকাফ হয়েছে।
-ফাতাওয়া হিন্দিয়া ১/২১১; রদ্দুল মুহতার ২/৪৪২