Muharram 1430 || January 2009

মুহাম্মাদ ইরফান - কচুয়া, চাঁদপুর

১৫০৮. Question

আমাদের একটি ধান মাড়ানোর মেশিন আছে। আমরা তা এই শর্তে লোকদেরকে ভাড়া দিয়ে থাকি যে, এর দ্বারা যত ধান মাড়ানো হবে তা থেকে প্রতি মনে এক কেজি করে ধান দিতে হবে।

প্রশ্ন হল, এ পদ্ধতিতে আমাদের উক্ত মেশিনটি ভাড়া দেওয়া জায়েয হচ্ছে কি না? যদি জায়েয না হয় তাহলে জায়েযের কোনো পন্থা আছে কি? জানিয়ে বাধিত করবেন।

Answer

প্রশ্নোক্ত পন্থায় মেশিন ভাড় দেওয়া জায়েয। তবে উত্তম  হল, মাড়ানো ধান থেকেই দেওয়ার শর্ত করবে না; বরং ব্যাপকভাবে চুক্তি করবে। অর্থাৎ চুক্তিটি এমনভাবে হবে যে, আমাকে অমুক ধান এ মানের এ পরিমাণ দিবে। এক্ষেত্রে পরবর্তীতে ভাড়া পরিশোধের সময় মেশিনের মাড়ানো ধান থেকে ভাড়া দিলেও কোনো অসুবিধা নেই। উল্লেখ্য, কোনো বস্ত্ত বা যন্ত্রের উৎপাদিত পণ্য থেকে ভাড়া বা মূল্য পরিশোধের শর্ত না করে টাকা-পয়সা বা অন্য কোনো বস্ত্ত ভাড় হিসেবে ধার্য করাই শ্রেয়।

-বাদায়েউস সানায়ে ৪/৪৬; ফাতাওয়া খানিয়া ২/৩৩০; ফাতাওয়া হিন্দিয়া ৪/৪৪৪; মাজমাউল আনহুর ৩/৫৩৯; আদ্দুররুল  মুখতার ৬/৫৬; বুহুস ফী কাযায়া ফিকহিয়্যা মুআছারাহ ২/২১৩

Read more Question/Answer of this issue