মুহাম্মাদ মাহমুদ - কুমিল্লা
১৫০৬. Question
এক ব্যক্তি তার নারিকেল গাছ থেকে দশ জোড়া নারিকেল পেড়ে এক লোককে বলল, তুমি এগুলো বাজারে নিয়ে বিক্রি করবে। প্রতি জোড়ার মূল্য আমার পক্ষ থেকে ২৫ টাকা। এরচেয়ে বেশি যত টাকা বিক্রি করতে পারবে তা তুমি তোমার পারিশ্রমিক হিসেবে নিয়ে যাবে। প্রশ্ন হল, উল্লেখিত চুক্তিটি বৈধ কি না? এবং এ শর্তে কাজ করে উক্ত পারিশ্রমিক গ্রহণ করা জায়েয হবে কি না?
Answer
এ ধরনের চুক্তিতে কাউকে নিয়োগ দেওয়া জায়েয নয়। কেননা, এতে পারিশ্রমিক সুনির্ধারিত নয়। তাই এভাবে চুক্তি না করে পারিশ্রমিক নির্ধারিত করে দেওয়াই কর্তব্য।
-সহীহ বুখারী ১/৩০৩; উমদাতুল কারী ১২/৯৩; আলমুহীতুল বুরহানী ১১/২১৬; ফাতাওয়া খানিয়া ২/৩২৬; খুলাসাতুল ফাতাওয়া ৩/১২৬; ফাতাওয়া হিন্দিয়া ৪/৫২৮; রদ্দুল মুহতার ৬/৬৩; আলমুগনী ইবনে কুদামা ৮/৭১