Muharram 1430 || January 2009

মুহাম্মাদ ইসমাঈল - ইমাম কোর্ট মসজিদ, নোয়াখালী

১৫০৩. Question

আমার বাড়ি রামগতি, লক্ষ্মীপুর। মাইজদী শহরে ইমামতি করি। কখনও কখনও আমাকে ঢাকা-চট্টগ্রাম সফর করতে হয়। জানতে চাই, আমরা তো মালাবুদ্দা মিনহু বা অন্যান্য কিতাবে পড়েছি যে, ওয়াতনে ইকামত এটি ওয়াতনে আছলী, ওয়াতনে ইকামত ও সফর এর মাধ্যমে বাতিল হয়ে যায়। সে হিসেবে যদি মাইজদী থেকে কোথাও সফর করি তাহলে মাইজদী আমার ওয়াতনে ইকামত না থাকার কথা, কিন্তু কোনো কোনো আলেম বলেন যে, মাইজদী থেকে সফর করলে আমার ওয়াতনে ইকামত বাতিল হবে না। দয়া করে মাসআলাটির তাহকীক করে জানাবেন।

Answer

প্রশ্নোক্ত কিতাবের ইবারতটি ব্যাখ্যাসাপেক্ষ। যা নিম্নরূপ : ওয়াতনে ইকামত সফর দ্বারা বাতিল হওয়ার অর্থ হচ্ছে এই অবস্থান সম্পূর্ণ ত্যাগ করার নিয়তে সামানপত্র নিয়ে সফর করা। কিন্তু যদি এই স্থান একেবারে ত্যাগ করার নিয়ত না থাকে; বরং সফরের পর আবার এখানে ফিরে আসার নিয়ত থাকে তবে এই সফর দ্বারা ওয়াতনে ইকামত বাতিল হবে না। সুতরাং আপনি যদি মাইজদী শহরে অবস্থানের ইচ্ছা বহাল রেখে কোথাও সফরে যান তাহলে ঐ সফরের কারণে মাইজদীর ওয়াতনে ইকামত বাতিল হবে না। মোটকথা প্রশ্নোক্ত ইবারতটি সকল সফরের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

-আলবাহরুর রায়েক ২/১৩৬; বাদায়েউস সানায়ে ১/২৮০

Read more Question/Answer of this issue