Muharram 1430 || January 2009

মুহম্মাদ রমজান মিয়া - চাঁদপুর

১৫০২. Question

সিজারে বাচ্চা হলে মহিলার নামাযের কী হুকুম হবে? উক্ত অবস্থায় মহিলার উপর নেফাসের হুকুম আরোপিত হবে?

Answer

হাঁ, সিজারে বাচ্চা হওয়ার পর মহিলার স্রাব জারি হলে তার উপর নেফাসের হুকুম আরোপিত হবে। কিন্তু স্রাব দেখা না গেলে নেফাসের হুকুম বর্তাবে না।

-ফাতাওয়া হিন্দিয়া ১/৩৭; হাশিয়াতুত্তাহতাবী আলাল মারাকী পৃ. ৭৫; ফাতহুল বারী ১/২১৪

Read more Question/Answer of this issue