Muharram 1430 || January 2009

মুহাম্মাদ ইসমাঈল - বি.বাড়িয়া

১৫০০. Question

জনাব ইলিয়াস সাহেব ইন্তিকালের সময় বৈমাত্রেয় ভাই ও বোন এবং আপন ভাইয়ের ছেলে রেখে যান। আমাদের জানার বিষয় হল, ইলিয়াস সাহেবের পরিত্যক্ত সম্পত্তি জীবিত ওয়ারিসদের মধ্যে কারা পাবে আর কারা পাবে না?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে মৃতের অন্য কোনো ওয়ারিস না থাকলে তার সকল সম্পদ কেবল বৈমাত্রেয় ভাই ও বোন পাবে।আপন ভাইয়ের ছেলেরা এক্ষেত্রে কিছুই পাবে না।

-সহীহ মুসলিম হাদীস নং ১২৩৩; ফাতহুল বারী ১২/১১; ফাতাওয়া বাযযাযিয়া ৮/৪৫৬; আলমুহীতুল বুরহানী ২৩/৩০৭; ফাতাওয়া হিন্দিয়া ৮/৪৫১; আদ্দুররুল মুখতার ৮/৭৭৪

Read more Question/Answer of this issue