মুহাম্মদ মুজাম্মেল - চাঁদপুর
১৪৯৮. Question
শাহেদ সাহেবের ছোট মেয়ে কুলসুমের বিয়ে হচ্ছিল। বিয়ের ইজাব-কবুল হওয়ার আগ মুহূর্তে কাজী সাহেব বললেন, মেয়ের ‘ইযন’ নেওয়া হয়েছে কি না? শাহেদ সাহেব বললেন নেওয়া হয়নি। তখন কাজী সাহেব বললেন, দুইজন গিয়ে ইযনটা নিয়ে আসুন। পরবর্তীতে কাউকে না পেয়ে তিনি একাই মেয়ের অনুমতি নিয়ে এসে বিয়ে সম্পন্ন করেন। এখন কেউ বলছেন, যেহেতু ইযনের সময় দুজন সাক্ষী ছিল না তাই ঐ বিয়ে সহীহ হয়নি। এ ব্যাপারে সঠিক সমাধান জানতে চাই।
Answer
প্রশ্নোক্ত বক্তব্যটি ঠিক নয়। পাত্রী থেকে ‘ইযন’ তথা-বিয়ের অনুমতি নেওয়ার সময় সাক্ষী থাকা শর্ত নয়। সাক্ষী শুধু ইজাব কবুল সম্পন্ন হওয়ার সময়ই শর্ত। যদি সাক্ষীদের সামনে ইজাব-কবুল সম্পন্ন হয়ে থাকে তবে বিবাহটি সহীহ হয়ে গেছে। উল্লেখ্য, পাত্রীর ইযন নেওয়ার সময় সাক্ষী থাকা মুস্তাহাব। তবে ইযনের জন্য পর্দার হুকুম লঙ্ঘন করা যাবে না। পাত্রীর মাহরাম নয় এমন কাউকে ইযনের জন্য তার সামনে পাঠানো জায়েয হবে না।
-বাদায়েউস সানায়ে ২/৫২৯; আলবাহরুর রায়েক ৩/৮৮; ফাতাওয়া হিন্দিয়া ১/২৬৯; রদ্দুল মুহতার ৩/২১