Muharram 1430 || January 2009

মুহাম্মাদ আহসানুল্লাহ - নেত্রকোণা

১৪৯৭. Question

আমরা কয়েকজন একত্র হয়ে সম্প্রতি একটি সমিতি করেছি। এর যাবতীয় লেনদেন আমাদের মাঝেই হয়। ইদানীং সমিতির একটি নিয়ম নিয়ে আমাদের মাঝে মতপার্থক্য  দেখা দিয়েছে। সমিতির নিয়ম হল প্রতি মাসের পাঁচ তারিখের ভিতরেই টাকা জমা দিতে হবে। অন্যথায় যথাসময়ে টাকা জমা না দেওয়ার কারণে দশ টাকা জরিমানা হবে। আমরা জানতে চাই, এভাবে আর্থিক জরিমানা গ্রহণ করা সমিতির পক্ষে জায়েয হবে কি না? জায়েয না হলে আমাদের করণীয় কী?

Answer

যথাসময়ে সমিতির চাঁদা জমা না দিলে আর্থিক জরিমানা করা জায়েয হবে না। তাই এই শর্ত করা যাবে না। এভাবে জরিমানা নিয়ে থাকলে তা মালিকদের ফেরত দিতে হবে কিংবা তা তাদের মূলধনের সাথে যোগ করে দিতে হবে।

যথাসময়ে চাঁদা আদায়ের জন্য এ ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে যে, এক বা দুই কিস্তির টাকা নির্ধারিত সময়ে না দিলে সদস্যপদ বাতিল হয়ে যাবে।

-আলবাহরুর রায়েক ৪/৪১; হাওয়াশি আশশারওয়ানী ১১/৫৩৯; আলমুগনী ১২/৫২৬; আদ্দুররুল মুখতার ৪/৬১

Read more Question/Answer of this issue