মুহাম্মাদ রুহুল আমীন - ঢাকা
১৪৯৬. Question
আমাদের মসজিদের ইমাম সাহেব একদিন মাগরিবের নামাযের প্রথম রাকাতে সূরা ফাতিহা আস্তে পড়তে শুরু করেন। পরে লোকমা দিলে তিনি শুরু থেকে না পড়ে اِیَّاكَ نَعْبُدُ থেকে জোরে পড়া শুরু করেন। পরে সাহু সিজদা দিয়ে নামায শেষ করেন। জানতে চাই, এক্ষেত্রে সঠিক নিয়ম কী? লোকমা দেওয়ার পর তার কি শুরু থেকে পুনরায় পড়া জরুরি ছিল নাকি তিনি যা করেছেন সেটাই সঠিক? এ অবস্থায় সাহু সেজদার কি প্রয়োজন আছে?
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে ইমাম সাহেব যা করেছেন তা নিয়ম সম্মতই হয়েছে। জোরে কেরাতের স্থলে আস্তে শুরু করলে ভুল বুঝতে পারামাত্র সামনের অংশ থেকে জোরে পড়বে। পিছনে যা পড়া হয়েছে তা পুনরায় পড়বে না। আর জোরে কেরাতবিশিষ্ট নামাযে ছোট তিন আয়াত পরিমাণ কেরাত আস্তে পড়লে সাহু সেজদা ওয়াজিব হয়। অতএব প্রশ্নোক্ত ক্ষেত্রে সাহু সিজদা করে ইমাম সাহেব ঠিকই করেছেন।
-শরহুল মুনিয়্যাহ ৬১৮; ফাতহুল কাদীর ১/৪৪১; মাজমাউল আনহুর ১/২২১; আদ্দুররুল মুখতার ২/৮১