Muharram 1430 || January 2009

মুহাম্মদ আবদুর রশীদ - আমীন বাজার, লক্ষ্মীপুর

১৪৯৫. Question

দুই সদস্যের অংশীদারি ব্যবসার কোনো অংশীদার মারা গেলে কি কারবার ভেঙ্গে যায় নাকি বহাল থাকে?  আর দুই সদস্যের বেশি হলে তখন এক সদস্যের মৃত্যুর কারণে কি কারবার নষ্ট হয়ে যায়?

Answer

দু’সদস্যের অংশীদারি ব্যবসায় কোনো একজনের মৃত্যু হলে অংশীদারি চুক্তি বাতিল হয়ে যায়। সুতরাং মৃত্যুর পর ব্যবসার সকল সম্পদ হিসাব করে মৃতের অংশ তার ওয়ারিসদের নিকট ফেরত দিতে হবে। আর তিন বা ততোধিক সদস্যের মধ্যে একজন মারা গেলে শুধু মৃতের সাথে চুক্তি বাতিল হয়। অন্যদের মাঝে চুক্তি বহাল থাকে। তারা চাইলে পরবর্তীতে নিজেদের এ চুক্তি অব্যাহত রাখতে পারে। তবে মৃতের অংশ ফেরত দিতে হবে।

-বাদায়েউস সানায়ে ৫/১০৫; তাবয়ীনুল হাকায়েক ৩/৩২২; ফাতাওয়া হিন্দিয়া ২/৩২৫; ফাতাওয়া তাতারখানিয়া ৫/৬৩৮; আল মাজাল্লাহ পৃ. ২৬০; রদ্দুল মুহতার ৪/৩২৭

Read more Question/Answer of this issue